Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভোলায় খুন হয়েছে রহিম: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৯:২৭ পিএম

ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ ও বিএনপির নেতাকর্মীরা যাতে আন্দোলনমুখী না হয় সেজন্য ভয় পাইয়ে দিতেই পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে দিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। রোববার (৩১ জুলাই) রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি

গাজীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই লোডশেডিং বাড়িয়েছে। সরকার কয়েকদিন আগেও বুলি আওরিয়ে ছিলেন লোডশেডিং যাদুঘরে পাঠিয়েছে। আসলে সবই ফাঁকা বুলি, জনগণের সাথে ধোঁকাবাজি। তিনি বলেন, সরকার সর্বখাতে হাজার হাজার কোটি টাকা লোটপাট করে দেশে ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে।

গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ূন কবির খান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সায়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান,শাহ রিয়াজুল হান্নান, হুমায়ূন কবির মাষ্টার, শাহজাহান ফকির, ভিপি হেলাল উদ্দিন, ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকি, আবু তাহের মুসুল্লি, ইব্রাহীম করিম, ইজাদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পারভেজ আহম্মেদ, খালেকুজ্জামান ভাবলু, জয়নাল আবেদিন রিজভী, আক্তারুল আলম মাষ্টার, বিল্লাহ হোসেন ব্যাপারি, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক এ্যাড. নূরে আলম, জেলা মহিলাদলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা শ্রমীক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মোল্লা প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ