রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনির সিডিখান এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসী। গত শনিবার বিকেলে জালিয়ারহাট নামক স্থানে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মাটির টানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হাসানের সার্বিক পরিচালনায় বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন জসিম উদ্দিন মাস্টার, বারেক সরদার, দেলেয়ার বেপারী, আফজাল হোসেন হাওলাদার, মাসুম আহম্মেদ, গোলাম রাব্বানী, রিয়াজ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, ‘নদীর ভাঙনে শতশত পরিবার ভিটেমাটি হারিয়েছে। নদীর গর্ভে বিলীন হয়েছে হাট-বাজার, রাস্তাঘাট, স্কুল মাদরাসাসহ শত শত একর ফসলি জমি। কিন্তু নদীর ভাঙন রোধে সরকারি বেসরকারিভাবে কোন জোড়ালো পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।