রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের বেলগাছায় বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার ৩ ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকালে ছিপ ছিপ বৃষ্টির মধ্যে প্রতিবেশী বাড়িতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ি থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ির পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।