Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষাটগুম্বুজ মসজদি বশ্বিরে বুকে বাংলাদশেরে সম্মান বৃদ্ধি করে -তুরস্করে রাষ্ট্রদূত

বাগরেহাট প্রতনিধি | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৮:০৭ পিএম

বাংলাদশেে নযিুক্ত তুরস্করে রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, বলছেনে, অসাধারণ স্থাপত্য নর্দিশণ ষাটগুম্বুজ মসজদি। অনকে সুন্দর কারুকাজ খচতি গুম্বজ আবৃত্ত মসজদিটি র্দূদান্ত একটি ইসলামকি নদিস্থাপত্য। এই স্থাপনা বশ্বিরে বুকে বাংলাদশেরে সম্মান বৃদ্ধি কর।ে রোববার (৩১ জুলাই) দুপুরে বাগরেহাটে অবস্থতি বশ্বি ঐতহ্যি ষাটগম্বুজ মসজদি পরর্দিশন শষেে তনিি একথা বলনে।
তনিি আরো বলনে, এটি মুসলমিদরেও অন্যতম ঐতহ্যি। ষাটগম্বুজ ও ওই সময়কার অন্যান্য স্থাপনা দয়িে বোঝা যায়, ছয়শ বছর আগওে বাংলাদশেে মসুলমিদে বসবাস ছলি মানবকল্যান।ে এটি আমাদরে পুরুষদরে দ্বারা নর্মিতি হয়ছে।ে এখানে আসতে পরেে আমার অনকে ভাল লাগছ।ে
একটি শল্পি গোষ্ঠীর আমন্ত্রণে হলেকিপ্টার যোগে বাগরেহাটে আসনে রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। এসময় তার সাখে সাথে তার ছলেে মহেমাদ আল্ফ তুরান, বাগরেহাট অতরিক্তি জলো প্রশাসক (শক্ষিা ও আইসটি)ি মো. হাফজি আল আসাদ,সদর উপজলো নর্বিাহী র্কমর্কতা মুহাম্মদ মুছাব্বরেুল ইসলাম,বাগরেহাট জাদুঘররে কাস্টোডযি়ান মো: যায়দে প্রমুখ উপস্থতি ছলিনে। রবাির দুপুর ১২টায় হলেকিপ্টার যোগে ঢাকা থকেে গোপালগঞ্জরে টুঙ্গপিাড়া হয়ে বাগরেহাটে পৌঁছনে রাষ্ট্রদূত। বশ্বি ঐতহ্যি ষাটগম্বুজ মসজদি ভ্রমণ শষেে বলো দড়েটায় হলেকিপ্টার যোগে বাগরেহাট থকেে যশোররে নওয়াপাড়ার উদ্দশ্যেে যাত্রা করনে তনি।ি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ