রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া এবং সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের নদী ভাঙনকবলিত হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকার মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সহযোগিতায় তিন হাজার ২০০টি পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার কম্বল বিতরণ করা হয়েছে। সাঘাটার হাট ভরতখালী কালিমন্দির মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, ইডকল প্রধান কার্যালয়ের ম্যানেজার রাসেল আহম্মেদ, ডিভিশনাল সুপারভাইজার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক কর্মকর্তা নুরুল হুদা ও সোহাগ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। জানা গেছে, উল্লেখিত দুটি ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে ইডকল-এর কর্মীরা বাঁধে, রাস্তার ধারে এবং চর এলাকায় বসবাসকারী নদী ভাঙনকবলিত হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে দেখে টোকেন বিতরণ এবং উপকারভোগী চিহ্নিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।