রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) থেকে : বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শত বছরের পুরনো হলেও নানা সমস্যায় জর্জরিত রয়েছে। এছাড়া সোনারায় ইউনিয়নে ১৭টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র এ বিদ্যালয়ে। ৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও রয়েছে। বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের তুলনায় জায়গা না থাকায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা ডেকোরেটর থেকে ভাড়া করে কাপড় দিয়ে ঘিরে ও টিন ছাউনির মধ্য কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সমাপনী (পিইসি) পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছেন। প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষার্থীরা ছাউনির নিচে অতি কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। ১৯১৪ইং সালে বিদ্যালয়টি স্থাপিত হলে শত বছর পেরিয়ে গেছে। শিক্ষার গুণগত মানের উন্নয়ন হলেও সে তুলনায় বিদ্যালয়ের অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। চাহিদার তুলনায় বিল্ডিং (ভবন) নেই। নেই চেয়ার-টেবিল। জরুরিভাবে প্রয়োজন তিন শতাধিক ব্রেঞ্চ। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য অতি জরুরি হয়ে পড়েছে সস্পূর্ণ সীমানা প্রাচীর নির্মাণসহ গেট নির্মাণ করা। অতি জরুরি বিদ্যালয় মাঠে মাটি ভরাট করা। এছাড়া নানা সমস্যা জর্জরিত বিদ্যালয়টি। ফলে শিক্ষার আরো মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার শিক্ষানুরাগী ও অভিভাবকরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম জানান, জায়গা (রুম) ও ব্রেঞ্চের সমস্যা থাকার কারণে অনেক কষ্ট করে পরীক্ষার্থীদের সমাপনী পরীক্ষা নেয়া হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আবু মুসা ও সহ-সভাপতি ডা. শাহাদৎ হোসেন নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, বিদ্যালয়ের নানা সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শত বছরের পুরনো বিদ্যালয় হলেও সমস্যাগুলো সমাধান না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।