বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে বজ্রপাতে ১ নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ নারী শ্রমিক। নিহত নারী শ্রমিক উপজেলার মঙ্গলপুর ইউপি রুদ্রপুর গ্রামের মরিমল চন্দ্র রায়ের স্ত্রী শান্তনা বালা রায় । আহতরা হলেন, একই গ্রামের স্বর্ণ চন্দ্র রায়ের সকালী বালা রায় ও শুসেন চন্দ্র রায়ের স্ত্রী হৈমন্তি বালা রায়। জানা গেছে, গত শনিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে মাঠে আমন রোপা বপনের কাজ করার সময় বজ্রপাত হলে নারী শ্রমিক শান্তনা বালা ঘটনাস্থলেই মারা যায়। এসময় এক সাথে কাজ করা নারী শ্রমিক সকালী বালা ও হৈমন্তি বালা বজ্রপাতে আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। আহত ২ নারী শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।