Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতের আগমনী বার্তায় ব্যস্ত কারিগররা

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে : নবান্ন’র উৎসবে বিদায় নিতে চলেছে হেমন্ত। খেজুরের রস সংগ্রহে গাছে গাছে হাঁড়ি ঝুলিয়েছে গাছিরা। শীতের আগমনী বার্তা দিচ্ছে আবহাওয়া। দিনে কিংবা রাতের প্রথমাংশে বেশ গরম কিংবা শীত অনুভূত না হলেও মাঝ রাতে ঠিকই কাঁথা মুড়িয়ে শুইতে হয়। শীত সামনে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে লেপ-তোষক তৈরির কারিগর (ধুনহাররা)। ধনীদের নতুন আর গরিবের পুরাতন লেপ-তোষক মেরামতের কাজ চলছে পুরোদমে। উপজেলার বিভিন্ন হাটে গিয়ে দেখা যায় কারিগররা আপন কাজে ব্যস্ত। কাজের ফাঁকেই চলছে ক্রেতাদের সাথে দরদামের কষাকষি। উপজেলার পৌর সদর, লক্ষ¥ীগঞ্জ, মাইজবাগ, মধুপুর, উচাখিলা, তারুন্দিয়া, সোহাগি, আঠারবাড়ী, খালবলা, জাটিয়া, সুটিয়া, নশতি ও বড়িহিতের সূর্যের বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। বেচা-কেনার ফাঁকে কথা হয় পৌর সদরের ম-ল, শামছু ও মধুপুর বাজারের লোপ-তোষক কারিগর গিয়াস উদ্দিনের সাথে। তারা জানান, রাতে হাল্কা শীত পড়ায় বেচা-কেনায় চাপ বাড়ছে। আগাম লেপ-তোষক তৈরি ও মেরামতের জন্যে পুরাতন লেপ-তোষক নিয়ে আসছেন ক্রেতারা। তাদের কারিগররা সবাই কাজে ব্যস্ত। বছরজুড়ে তেমন বেচা-কেনা না হলেও এখন শীত সামনে রেখে বেচা-কেনার ধুম পড়েছে। উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিল খেরুয়া গ্রামের ক্রেতা মিনার ও সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের লুৎফর রহমান জানান, গত বছরের চেয়ে এবার লেপ-তোষকের দাম একটু বেশি তবু শীত সামনে নিয়ে কিনতে হচ্ছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন তুলার দাম চাদর তুলা ১৫০, গার্মেন্টস তুলা ৫০, ফোম তুলা ২০০, শিমুল তুলা ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শীত ঘনিয়ে আসলে মূল্য আরো বাড়বে বলে জানান দোকান মালিকরা। বর্তমানে তুলার বাজার ধরে একটি ৫ থেকে ৬ হাত একটি তোষকের খরচ পড়ে ১২শ’ থেকে ১৪শ’ টাকা, ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ১ হাজার থেকে ১২শ’ টাকা। শিমুল তুলা এ খরচটা বেড়ে আরো তিন গুণ দাঁড়ায়। যে কারণে স্বল্পআয়ের মানুষ শিমুল তুলা এড়িয়ে চলেন। শীতকে সামেনে নিয়ে বাজারের দোকানগুলোর সাথে পাল্লা দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে ফেরি ওয়ালারাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ