Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মসমর্পণকারী বনদস্যুদের বাগেরহাট আদালতে প্রেরণ, মংলা থানায় অস্ত্র আইনে মামলা

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ৪:০৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করা সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু খোকা বাবু বাহিনীর প্রধানসহ ১২ দস্যুকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে র‌্যাব-০৮ এর বরিশাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ২২ টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করার পর আত্মসমর্পণকারী দস্যুদের ওইদিন রাতেই মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এরপর দস্যুদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মংলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর দুপুরেই তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।

র‌্যাব-০৮এর ডিএডি লিয়াকত আলী খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আত্মসমর্পণকারী দস্যুদের বাড়ী সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় বলে জানায় পুলিশ। এনিয়ে ৭ টি দস্যু বাহিনীর প্রধানসহ মোট ৭২ জন ডাকাত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ