Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১১:৪২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাসের ১১ জনের মধ্যে নয় জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের থানার সামনে থেকে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে থানা এলাকা।

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দীন।

তিনি বলেন, মিরসরাইয়ে নিহত ১১ জনের লাশ রাতে রেলওয়ে থানায় আনা হয়। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। আর আসিফ ও শান্ত শীল নামে দুজনের স্বজনরা এখনো আসেননি। তারা এলে তাদেরকেও লাশ বুঝিয়ে দেওয়া হবে।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- সাজ্জাত হোসেন, সমিরুল ইসলাম হাসান, গোলাম মোস্তফা নিরু, মোস্তফা মাসুদ রাকিব, জিয়াউল হক সজিব, ওয়াহিদুল আলম, মোছাহেব আহমেদ, জিয়াউল হক সজীব, রেদোয়ান চৌধুরী। এছাড়া শান্ত শীল, আসিফ উদ্দীনের লাশ হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ