Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:১১ পিএম

হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, টমটমসহ অন্যান্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, ইমা, টেম্পো, জিপ, হবিগঞ্জ-ঢাকা বাসসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোন সড়কে যানবাহন চলাচল করবে না।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় বলেন, মহাসড়কসহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। আল্টিমেটামও দিয়েছে কিন্তু কাজ হয়নি তাই বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি আরো বলেন, এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ