Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১০:০৭ পিএম

বরগুনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস পেলেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার। ২৭ জুলাই তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy) বাস্তবায়ন নীতিমালার আলোকে বরগুনা জেলার জেলা পর্যায়ে এ পুরষ্কারে ভূষিত হন।

বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন। উল্লেখ্য, এর আগে শুভ্রা দাস বিভিন্ন উপজেলায় বেশ সুনামের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এর সহধর্মিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ