Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সহিংসতায় শিশুহত্যার বিচার দাবি বিএনপির

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত বুধবার উপজেলা বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্যর ফলাফলকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী ও পুলিশের মাঝে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত আট মাস বয়সী শিশু সুরাইয়ার বাড়িতে বিএনপির প্রতিনিধি দল গত বৃহস্পতিবার রাত ৮টায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলেন। এসময় বিএনপির এমপি জাহিদুর রহমান শিশু হত্যার বিচার দাবি করেন। প্রতিনিধি দলে ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি মামুন আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন তাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।

এ সময় বিএনপির নেতারা নিহত সুরাইয়ার বাবা বাদশাহ আলী ও মা মিনারা বেগমের কাছে ঘটনার বিস্তারিত শুনেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে বিএনপির পক্ষ থেকে সুরাইয়ার মা,বাবার হাতে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা স্বরূপ তুলে দেন।

সুরাইয়ার বাবা বাদশাহ আলী জানান, প্রশাসন আমাকে সহযোগিতা সাহস সবই দিচ্ছে। তবে আমি এ ঘটনার সঠিক বিচার চাই। একটি নিরপেক্ষ তদন্ত চাই। এক প্রশ্নের জবাবে বাদশাহ বলেন, এ ঘটনায় কোন নির্দোষ ব্যক্তি যেন পুলিশি হয়রানীর শিকার না হয় সে জন্য তিনি প্রশাসন সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ