Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া জেলা জমিয়াতুল মোদার্রেছিন সভাপতি মাও. এবিএম তোফায়েল হোসেন খানের ইন্তেকাল

বগুড়া অফিস | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ৯:৩৯ এএম

বগুড়ার প্রবীণ আলেমে দ্বীন ঐতিহ্যবাহী ঠনঠনিয়া নুরুন আলা নুর সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও বগুড়া জেলা জমিয়াতুল মোদার্রেছিন বগুড়া জেলা শাখার সভাপতি মাও এবিএম তোফায়েল হোসেন খান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ...রাজেউন ) ।

সোমবার মাঝরাতে সিরাজগঞ্জের এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।

জমিয়াতুল মোদার্রেছিন বগুড়া জেলা শাখার সম্পাদক মাও আব্দুল হাই বারী এই তথ্য নিশ্চিত করে ইনকিলাবকে জানিয়েছেন সোমবার রাতে এই শোক সংবাদ ছড়িয়ে পড়ার পর বগুড়ার সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকার্ত পরিবেশ বিরাজ করছে ।

আজ মঙ্গলবার বাদ জোহর ঐতিহ্যবাহী ঠনঠনিয়া নুরুণ আলা নুর সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । জানাজায় জমিয়াতুল মোদার্রেছিন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মাও শাব্বীর আহম্মেদ মোমতাজী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ