Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে সেনাবাহিনী ও জেএসএসের গুলি বিনিময় সহযোগী সন্ত্রাসী নিহত

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনী ও জেএসএস (মূল) দলের সাথে গুলিবিনিময় একজন নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সেনাজোন অটল ৫৬ গভীর জঙ্গলে ববিতা টিলায় টহলকালিন সময় জেএসএস (মূল) দলের সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।

জবাবে সেনাবাহিনীও গুলি করে। প্রায় আধাঘণ্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে জেএসএস মূল দলের একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত জেএসএস সহযোগী সন্ত্রাসীর ব্যক্তির নাম নিখিল কুমার দাশ (৩৫) পিতা মৃদুল কুমার দাশ।

সাং কাপ্তাই ৪নং ইউনিয়ন চৌধুরীছড়া নামক এলাকায় বসবাস করে। কাপ্তাই থানা পুলিশ বিকাল ৫টায় গভীর অরণ্য হতে লাশ উদ্ধার করেছে।

কাপ্তাই এসপি সার্কেল রোওশন আরা রব জানান, কাপ্তাইমূখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর সাথে গুলিবিনিময় হয়।

এতে জেএসএস সন্ত্রাসী মূল দলের একজন সহযোগী নিহত হয়। কাপ্তাই থানা লাশ উদ্ধার করেছে। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ