Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবি

মির্জাপুরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ঢাকা-টাঙ্গাইলর মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানবন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার বেলা বারটার গোড়াই উচ্চ বিদ্যালয় ও গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়। এদিকে মহাসড়কে মানববন্ধনের খবর পেয়ে ওই স্থানে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন। এসময় এলাকাবাসীর দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সংসদ সদস্য খান আহমেদ শুভ এবং উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সাসেক প্রকল্পের কর্মকর্তারা এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিলে তারা মানববন্ধন কর্মসূচি বন্ধ করেন। এর আগে সকাল এগারোটার দিকে সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের দুর্ঘটনাকবলিত পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চালু হওয়ার পর থেকে পাকুল্যা বাসস্ট্যান্ডে মহাসড়ক পারাপার হতে গিয়ে প্রায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। শুরু থেকে সেখানে এলাকাবাসী একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছে আসছেন। নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া আন্ডারপাস নির্মাণের কারিগরি সম্ভবতা যাচাইয়ের প্রতিশ্রুতি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ