রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামপুর উপজেলা পলবান্ধা ইউনিয়নের চর চাড়িয়া এলাকা থেকে দীর্ঘদিন ধরে ব্যাকু মেশিন দিয়ে মাটি কাটছে যেন দেখার কেউ নেই। হুমকিতে রয়েছে উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর, পূর্ব বাহাদুরপুর, মধ্য বাহাদুরপুর গ্রামের কয়েক হাজার বসতিসহ শহীদ মেজর জেনারেল বীর উত্তম ব্রিজটি।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উপজেলার পলবান্ধা গ্রামে একটি মাটি খেকু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেষে ব্যাকু মেশিন দিয়ে মাটি কাটছে। এতে বন্যার মৌসুমে পানি ঢুকে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবে। ফলে নদী পাড় সভুকুড়া, চড়চারিয়া, বাহাদুরপুর, পূর্ব বাহাদুরপুর, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শত শত ঘরবাড়ি, ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। বন্যার পানি প্রবেশ করে ফসলি জমিতে বালি পড়ে আবাদী জমি অনবাদী জমিতে পরিণত হবে। অনেক প্রান্তিক চাষি বেকার হয়ে পড়বে, দেখা দিবে খাদ্যাভাব। একজন ভূক্তভোগী কৃষক শাহাবুদ্দিন (৭০) এ প্রতিবেদককে জানান, এভাবে নদীল পাড় ঘেষে মাটি কেটে নিলে আগামীতে নদী আরো বেশি ভাঙবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান বলেন, কোথায় মাটি কাটে ইসলামপুর না মেলান্দহ? তাকে ইসলামপুরের কথা বললে তিনি দেখবেন বলে জানান।
পলবান্ধা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ডিহিদার কমল জানান, এ ব্যাপারে আমাকে কেহ কিছু জানায় নি। তবে নদীর পাড় ঘেষে মাটি কাটা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মোটেও উচিত না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।