রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় সীমান্তে ভারতীয় শাড়ি আটক করেছে ৪৩ বিজিবি (বর্ডার গার্ড) রামগড় ব্যাটালিয়নের জোয়ানরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে রামগড় ৪৩ বিজিবি’র অধীনস্থ কাশিবাড়ী বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে সীমান্তবর্তী বড়খেদা নামক স্থানে অভিযান চালায় টহলরত একদল বিজিবি।
বিজিবি জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রয়োজনীয় কাজ শেষে ভারতীয় শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেয়া হয়। জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত এলাকায় নানা ধরনের অপরাধ নির্মূলে বিজিবির এমন অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।