Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ জাতীয়করণের দাবিতে পাবনার সুজানগরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা: পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ (এনএ কলেজ) জাতীয়করণের দাবিতে এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির ডাকে সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় লোকজন। সকালে হরতালের সমর্থনে কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির আহŸায়ক আব্দুল মজিদ মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, আলহাজ্ব এ কে এম বন্দে আলী, কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আদম লিটন ও সাধারণ সম্পাদক মিলন প্রমুখ। বক্তারা মিথ্যা অভিযোগে কলেজটি জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কলেজটি পুনরায় জাতীয়করণের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ