Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরের জায়গায় অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ডকইয়ার্ড উচ্ছেদ করা হয়েছে। কর্ণফুলী নদীর তীরে সদরঘাট মৌজার নাহার বিল্ডিং ও বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন জায়গায় নির্মিত ৭টি ডক ইয়ার্ড উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। উচ্ছেদ করা ডক ইয়ার্ডগুলো হচ্ছে- বীকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জলিল গ্রæপ, কন্টিনেন্টাল এন্টারপ্রাইজ কো-অপারেটরের। এ ছাড়া দু’টি মেরিন টাগ বোট সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সিএমপি পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আনসার বাহিনী সহায়তা করে। কর্তৃপক্ষ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের জায়গা থেকে অবৈধ ডক ইয়ার্ডগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট মালিকদের ৩ দিন সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইয়ার্ডগুলো সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ