Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

১৬তম সংশোধনী বাতিলের রায় নিষ্পত্তির আবেদন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ আবেদন করেন। পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার আবেদনটির শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে। তিনি বলেন, এই মামলার সঙ্গে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক বিষয় জড়িত থাকায় হাইকোর্ট সরাসরি আপিলের অনুমতি দেন। কিন্তু সরকার পক্ষ আজ পর্যন্ত আপিল করেনি। আমরা হাইকোর্টের রায় দ্রæত চূড়ান্ত নিষ্পত্তির জন্য এ আবেদন করেছি। কারণ, সরকার রায়ের অনুলিপি পাওয়ার দরখাস্ত দিলেও এখন পর্যন্ত তা সংগ্রহ করেনি। এর আগে গত ১১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। একই বছরের ৫ নভেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ২০১৪ সালের ৯ নভেম্বর রুল জারি করেন। গত ১০ মার্চ মামলাটির চূড়ান্ত শুনানি শেষে ৫ মে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ