Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিক যুগলকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতা: যশোরের কেশবপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে এক জোড়া প্রেমিক প্রেমিকাকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করলেও এ ঘটনায় কেউ আটক হয়নি।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরী গ্রামের হাফিজুর রহমান মোড়লের মেয়ে খুরশিদা খাতুনের সাথে নড়াইল জেলার কালুখালি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিউল ইসলাম মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্র ধরে গত রোববার (২৭ নভেম্বর) দুপুরে রবিউল ইসলাম খুরশিদা খাতুনের বাড়িতে আসে। এ খবর জানতে পেরে খুরশিদা খাতুনের মামাতো ভাই বাবলু হোসেনের নেতৃত্বে একদল যুবক তাদের আটক করে মারতে মারতে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এ সময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তাদেরকে পরিষদের গ্রিলে রশি দিয়ে ঝুলিয়ে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় বলে খুরশিদা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে। পরে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার হাসিয়ার রহমান জানান, তাদেরকে কোনো নির্যাতন করা হয়নি। পালিয়ে যাবে এ আশঙ্কায় বেঁধে রাখা হয়েছিল।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ওই ছেলে ও মেয়েকে ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করা হয়েছে। উভয়ের অভিভাবককে খবর দেয়া হয়েছে। তারা কারো বিরুদ্ধ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ