Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে গভীর রাতে বাড়ি পুড়ে ছাই, নিহত ১

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

বগুড়ার সান্তাহারে গভীর রাতে একটি টিন সেট বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে ফায়ার সাভির্সের ইউনিট আসার আগে বাড়ির আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে যায়। এ সময় শামিমা বেগম নামে গৃহনীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী আজাদুল নিখোঁজ রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জানা যায়, গত বুধবার রাতে সান্তাহার পৌর এলাকার বশিপুর প্রামানিক পাড়ার ফল ব্যবসায়ী আজাদুল ও তার স্ত্রী শামিমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভায়। এলাকাবাসি জানান, বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশি আবু তাহেরের সাথে বিরোধ চলে আসছিল। আদমদীঘি-দুপচাচিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, সান্তাহার শহর ফাঁড়ির পরিদর্শক, বগুড়া সিআইডি’র পরিদর্শক এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ