প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. নোপ। ২. থর : লাভ অ্যান্ড থান্ডার। ৩. মিনিয়ন্স : দ্য রাইজ অফ গ্রæ।
৪. টপ গান : ম্যাভরিক। ৫. হয়্যার দ্য ক্রড্যাডস সিং।
নোপ
জর্ডান পিল পরিচালিত হরর থ্রিলার। ‘গেট আউট’ (২০১৭) এবং ‘আস’ (২০১৯) পিল পরিচালিত ফিল্ম। বাবার রহস্যজনক মৃত্যুর পর দুই ভাই বোন ওটিস জেমস (ড্যানিয়েল কালুইয়া) এবং এমারেল্ড হেউড (কিকি পামার) ক্যালিফোর্নিয়াতে তাদের খামারে এসে মিলিত হয়। এখানে আসার পর তারা কিছু অতিপ্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করে। এখানকার মানুষ আর প্রাণীদের মাঝে তারা অদ্ভুত আচরণ লক্ষ্য করে। এলাকার আকাশে অজানা উড়ন্ত বস্তুর (ইউএফও) এবং বিশাল মেঘের টুকরার আসা যাওয়ার কথা জানায় অনেকে। দুই ভাইবোনের বিশ্বাস এই মেঘ আর উড়ন্ত বস্তুর সঙ্গে তাদের বাবার মৃত্যুর যোগ আছে। এসব রহস্যময় ঘটনাকে তারা ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত নেয়। তাদের সহায়তা করতে এগিয়ে আসে এঞ্জেল টোরেস (ব্র্যান্ডন পেরেয়া) নামে একজন টেক সেলসম্যান এবং অ্যান্টলার হোলস্ট (মাইকেল উইলকট) নামে এক প্রামাণ্য চিত্র বিশেষজ্ঞ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।