প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. শামসেরা। ২. আরকে/আরকে। ৩. জুদা হোকে ভি।
৪. হিট : দ্য ফার্স্ট কেইস। ৫. সাবাশ মিঠু।
শামসেরা
২০১২’র ‘অগ্নিপথ’খ্যাত করণ মালহোত্রা পরিচালিত পিরিয়ড-অ্যাকশন ফিল্ম। রাজপুতনা রাজ্যের প্রাণ হিসেবে বিবেচনা করা হত খামেরান গোত্রকে। সেই গোত্রের প্রধান শামসেরা (রণবীর কাপুর) তার গোত্রের মানুষদের স্বাধীনতা নিশ্চিত করতে প্রাণ দিয়েছিল। শেষ রক্ষা হয়নি তার গোত্রের তাদের ভূমি থেকে উচ্ছেদ হয় খামেরানরা। পাশের এলাকায় আশ্রয় নিতে ব্যর্থ হয় তারা নিম্নবর্ণের বলে। এর ফলে বনে জঙ্গলে তারা বাস করা শুরু করে। আর তারা দস্যুতাকে পেশা হিসেবে বেছে নেয়। অবশ্য তাদের শিকার শুধু উচ্চ বর্ণের ধনবান মানুষরা। এর মধ্যে ২৫ বছর চলে যায়। ইংরেজ বাহিনীর ভারতীয় কর্মকর্তা শুধ সিংকে তাদের দমন করার দায়িত্ব দেয়া হয়, আবার তারা কোনঠাসা হয়ে পড়ে। এবার খামেরানদের নেতৃত্ব দেবার ভার নেয় শামসেরার ছেলে বালি (রণবীর)। প্রথমত বাবার হত্যার প্রতিশোধ নেবে সে তারপর খামেরানদের তাদের ভিটিতে প্রতিষ্ঠা করবে সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।