Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পকলায় শুরু হয়েছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। আগামী ২৫ আগস্ট পর্যন্ত এ প্রদর্শনী চলবে। জাতীয় চিত্রশালায় গ্যালারির ২, ৩, ৪, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে এই প্রদর্শনী হচ্ছে। এবারের প্রদর্শনীতে ২১ থেকে ৩৫ বছর বয়সী ১০১৯ শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এর মধ্য থেকে ৩৫৬ শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্সআর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারু শিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। সকল মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ১১টি শাখায় একটি করে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার বিজয়ীকে ১ লাখ টাকা, ১টি মেডেল, ১টি ক্রেস্ট, সনদপত্র ও ক্যাটালগ প্রদান করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ