Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৪:২১ পিএম

আলোচিত ৫ ট্রাক মাদক আটকের মুলহোতা ষোলঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের গ্রফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৪ নং ষোলঘড় ইউনিয়ন পরিষদের সামনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ আজিজুল ইসলামের গ্রফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে।

এলাকাবাসী জানান, তিনি হঠাৎ করে এত সম্পদের মালিক হযেছেন আমরা একদিন তার ভয়ে কিছুই বলে পারিনি।

এখন আমারা বুঝতে পারছি সে অবৈধভাবে এত টাকার মালিক হযেছে। আমরা চাই তিনি যে অপরাদ করেছে তার যেন সঠিক বিচার যেন হয় তাকে যেন গ্রফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।

এই বিষয়ে শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, ষোলঘড় ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ঝাড়ু মিছিল হয়েছে এখন পযন্ত আমি শুনিনি তবে তার বিরুদ্ধে যদি কেউ অন্য ব্যাপাড়ে অভিযোগ করেন তদন্ত সাপেক্ষে আমরা আইনি উদ্যোগ নিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ