বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশ জুড়ে অব্যাহত বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই, শনিবার, বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে উক্ত কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। উক্ত বিক্ষোভ সমাবেশকে সফল ও স্বার্থক করতে গতকাল বুধবার (২৭ জুলাই) ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব। সদস্য - আব্দুর রহিম, সৈয়দ তৌফিকুল হাদি, মুকুল মুর্শেদ, আক্তার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও স্বার্থক করার আহবান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।