Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার সাইবার ট্রাইব্যুনালে স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১০:৪৩ পিএম

খুলনা থানার তথ্য প্রযুক্তি আইনের মামলায় এক আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (২৭ জুলাই) বিকালে সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিচারক কণিকা বিশ্বাস এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন নগরীর ৪ পুরাতন টিবি হাসপাতাল রোডের জিএম মাসুম বিল্লাহ্ এর বাড়ির ভাড়াটিয়া মৃত. সৈয়দ ফুরকান আলীর ছেলে সৈয়দ আমিনুর রহমান (৬০)। রায় ঘোষণাকালে আসামী আমিনুর রহমান পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট এম এম সাজ্জাদ আলী, এডভোকেট তাপস ভট্রাচার্জ ও এডভোকেট রোকেয়া খাতুন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৮৫ সালের মে মাসে পারিবারিক ভাবে সৈয়দ আমিনুর রহমানের সঙ্গে বিয়ে হয় নিরালা আবাসিক এলাকার খুরশিদা আক্তারের। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে। কিন্তু আমিনুর রহমান স্ত্রী সন্তানদের না জানিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে আরও একটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারপর থেকে দু’সন্তানকে নিয়ে আলাদা থাকছেন খুরশিদা আক্তার। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর আমিনুর রহমান মেয়ে আনিশা, শ্যালিকা মুর্শিদা আক্তার রনি ও জব্বার মোল্লার ফেসবুক আইডিতে খুরশিদা আক্তারের নামে অশ্লীল ও কুরুচিপুর্ণ কথা লিখে পাঠান এবং ইন্টারনেটে ছেড়ে দেন।

এঘটনায় খুরশিদা আক্তার স্বামী সৈয়দ আমিনুর রহমানের বিরুদ্ধে খুলনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন যার নং- ৯, তারিখ- ৫/১০/২০১৫। ২০১৬ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ মোশাররফ হোসেন আমিনুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ