বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রীর দেশবাসীর প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের আহবানে প্রশংসনীয় প্রদক্ষেপ নিয়েছে সিলেটে মেট্রোপলিটন পুলিশ। ট্রাফিক অফিসের ৫টি ফ্লোরের ২৩টি রুমের ৩১টি জানালা থেকে পর্দা অপসারণ করেছেন কর্তৃপক্ষ। পর্দা অপসারণে প্রয়োজন পড়ছে না ৪২টি বাতি জ্বালানোর। ফলে প্রকৃতির আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করে ট্রাফিক বিভাগ উদ্যোগী হয়েছে জ্বালানী সাশ্রয়ের। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘণ্টা ৪২টি বৈদ্যুতিক বাতি ব্যবহার না করায় প্রতিদিন ৮১৫ ওয়াটে প্রায় বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ৭ ইউনিট।
গত রোববার দুপুরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের পুলিশ ইউনিট কর্মকর্তাগণকে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। ব্রিফ্রিং শেষে এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণের আদেশ দেন এবং বাস্তবায়ন যোগ্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এসএমপি’র সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।