Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ইভিএমে আঙুলের ছাপ না নেয়া ঘষে পরিষ্কার করার হিড়িক

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

জেলার রানীশংকৈল উপজেলায় ৩ ইউনিয়নের ভোট ছিল গতকাল। সকাল ৮টা থেকে শুরু হয় নন্দুয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন নারী ও পুরুষ ভোটার। কিন্তু কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন তাদের আঙুলের ছাপ ইভিএম মেশিন নিচ্ছে না। একারণে ভোটাররা যে যেভাবে পারছেন আঙুল পরিষ্কার করছেন।
এক নারী ভোটার সায়মা আক্তার জানান, এইবার প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছি। মেশিন আমার আঙুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙুল বালুপানি দিয়ে ঘষে পরিষ্কার করছি। আরেক ভোটার জিল্লুর রহমান মোটরসাইকেলের পেট্রোল দিয়ে হাত পরিষ্কার করেছেন।
জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এ তিনটি ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ