Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে যদি কখনো করি আর ভুল করবো না- সোহানা সাবা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

অভিনেত্রী সোহানা সাবা এখন আর আগের মতো অভিনয়ে ব্যস্ত নন। ৮ বছরের পুত্র স্বরবর্ণকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন। পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে তার সংসার অনেক আগেই ভেঙ্গেছে। সম্প্রতি তিনি বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আবার করবেন কিনা, এ নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে-আড়ালে জানতে চাইছেন, আমি কবে বিয়ে করবো? সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দ¤পতির কাছে জানতে চায়, তোমাদের খবর কবে শুনবো? কারো মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে, তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে। জিজ্ঞেস করে তোমার বিয়ে কবে হবে? সাবা বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবু বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করবো না, সেটারই ট্রাই করব। ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহুর্ত উপভোগ করতে চাই। তিনি বলেন, একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিঃশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এটুকু নিশ্চিত হবো যে, আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে। উল্লেখ্য, টিভি অভিনেত্রী সাবা ২০০৬ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে সিনেমায় আসেন। ২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার কাজ করতে গিয়ে পর¯পরের মাঝে ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে বিয়ে করে সংসারী হন তারা। ২০১৪ সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। পরের বছরের সেপ্টেম্বরে তারা আলাদা হয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ