প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমাটি ইংল্যান্ডের লিফটপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে শীর্ষ পাঁচ-এ স্থান করে নিয়েছে। উৎসবে অংশগ্রহণকারী সিনেমাগুলোর ভোটিং শুরু হয় গত ৪ জুলাই থেকে যা ২৭ জুলাই শেষ হবে। ইতোমধ্যে ‘ছিটমহল’ প্রতিযোগিতার দুইটি ধাপ অতিক্রম করে ৩য় ধাপে গিয়েছে। এর স্থান টপ ফাইভে রয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বের অনেক বিখ্যাত পরিচালকের সিনেমা রয়েছে। নির্মাতা এইচ আর হাবিব জানান, প্রায় একমাস ধরে চলবে উৎসব। বিশ্বে মর্যাদাপূর্ণ এ উৎসবে ছিটমহল ভালো অবস্থানে থাকা অনেক আনন্দের বিষয়। উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে অমিমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের বঞ্চনা ও বেদনার কাহিনী নিয়ে ছিটমহল নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, এবিএম সহেল রশিদ, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।