রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজিং করে মাটি উত্তোলনের অপরাধে মো. কামরুজ্জামান (৩২) এক ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে মো. কামরুজ্জান (৩২) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। এ বিষয়ে ইউএনও সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যেখানেই ড্রেজার মেশিন সেখানেই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।