রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল-এর মনোনয়নপত্র বাতিল হলে গত ১৫ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়লাভ করেন বিএনপি নেতা আবদুর রশিদ দৌলতি। গতকাল (মঙ্গলবার) বেলা ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানের শপথ গ্রহণ করেছেন তিনি। জেলা প্রশাসক মুমিনুর রহমান আবদুর রশিদ দৌলতীকে শপথ বাক্য পাঠ করান। বিগত ২০২১ সালের ২৬ ডিসেম্বর ছনহরা ইউপি নির্বাচনে আ.লীগ থেকে মুক্তিযোদ্ধা সামশুল আলম মনোনয়ন দেন। নির্বাচনে অনিয়ম কারচুপির কারণে স্বতন্ত্রপ্রার্থী আবদুর রশিদ দৌলতি নির্বাচন কমিশনসহ হাইকোর্টেও মামলা করেন। সবকিছু ডিঙ্গিয়ে বিগত এপ্রিল মাসে মুক্তিযোদ্ধা সামশুল আলমকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যনের আসনে বসার কয়েকদিনের মধ্যে তিনি মারা যায়। এতে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করলে মুক্তিযোদ্ধা সামশুল আলমের পুত্র মামুনুর রশিদ রাসেলকে আ.লীগ থেকে মনোনয়ন দেন। ঋণ খেলাপীর কারণে তার মনোনয়নপত্র বাতিল হলে বিষয়টি সুপ্রিম কোট পর্যন্ত গড়ায়। অবশেষে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল-এর মনোনয়ন বাতিল করেন। নির্বাচনে আবদুর রশিদ দৌলতী দুই প্রতিদ্বন্ধী প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।