Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটিরাঙায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার ২নং তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুঁইয়ার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কালা মিয়াকে অপমান ও চেয়ারম্যানের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে তদন্ত সাক্ষেপে চেয়ারম্যান পদ হতে অব্যাহতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙার মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ। খাগড়াছড়ি জেলা ও মাটিরাঙা উপজেলা
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া, আবুল কাশেম ভুইয়ার ছোট ভাই মোহাম্মদ আলী ও মাটিরাঙা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার ছাড়াও মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আবুল কাশেম ভুইয়া চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারি নিয়ম অনুযায়ী
গুচ্ছগ্রামের রেশন বিতরণে কার্ডধারীদের কম দেয়া, দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা ছাড়াও দূর্নীতি, অনিয়ম, সেচ্ছাচারিতা করে আসছেন এই ইউপি চেয়ারম্যান। অভিলম্বে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ