Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিগ্রস্থ বাড়ি-দোকান-মন্দির পরিদর্শনে সুশীল সমাজের প্রতিনিধি দল

লোহাগড়ার দিঘলিয়ায় সহিংসতা

লোহাগড়া প্রতিনিধি | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৭:৫৪ পিএম

নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর, দোকান ও মন্দির গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে পরিদর্শন করতে আসেন ঢাকা থেকে সুশীল সমাজের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খায়রুল চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,সাংবাদিক নজরুল কবীর, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা এবং দৈনিক জনকন্ঠের ঢাকা বিশ^বিদ্যালয় প্রতিবেদক মুনতাসির জাহিদ । এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি গৌতম কুমার দেওয়ান,দিঘলিয়া রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি শিবনাথ সাহা প্রমুখ।পরে সুশীল সমাজের প্রতিনিধিরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন হামলার বিষয়ে কথা বলেন।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, আমরা শুনেছি ৭১-এ পাকিস্তানি হানাদাররা এ গ্রামে ঢুকতে পারেনি। আজকে এ ঘটনা যারা ঘটিয়েছে তারা কেউ বাইরের নয়, তারা স্থানীয় ও আশে পাশের্^র। এরা অনেকেই পরিচিত। কিন্তু এখানকার সনাতন ধর্মের মানুষ ভয়ে তাদের নাম বলতে পারছে না। আমার বিশ^াস পুলিশের কাছে এদের নাম রয়েছে। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখনও অনেকে ঘরে ফিরে আসেনি। তারা আতœীয় স্বজনের বাড়িতে রয়েছে। তাদের মন ও হৃদয় ভেঙ্গে গেছে। তবে যাই হোক এটার সঠিক তদন্ত হতে হবে।
তিনি আরও বলেন, নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করার ঘটনায় প্রশাসন যথাযথ ভূমিকা পালন করতো তাহলে হয়তো এ ঘটনা ঘটতো না। আর বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটুক তা আমরা চাই না। এটা অত্যন্ত লজ্জার এবং চরম গ্লানিকর। এ ঘটনার দ্রুত অবসান হোক।

ঢাকা বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নড়াইলে একটি সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কিন্তু দিঘলিয়ায় যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আমি এর চরম প্রতিবাদ করছি। দেশের সংবিধানের ৪টি মূলনীতির একটি হলো ধর্মনিরাপেক্ষতা। এখানে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। স্থানীয় এমপি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে এখানে সম্প্রীতির সভা করতে হবে। সামনে সনাতন ধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দূর্গা পূজা। তারা যাতে শান্তিতে এই উৎসব পালন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ধারাবাহিক একটি ঘটনা। গত ২০১৩ সাল থেকে এ ধরনের একটি ঘটনারও বিচার হয়নি। যে কারণে একই ঘটনা বারবার ঘটছে। এ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখানে ক্ষতিগ্রস্থদের প্রতি সংহতি জানাতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক সভা করলে তাদের মনবল ফিরে আসবে এবং তারা পূর্ণ মনোবল ও অধিকার নিয়ে বসবাস করতে পারবে।
প্রসঙ্গত গত ১৫জুলাই সন্ধ্যার পর দিঘলিয়া সাহাপাড়ার কলেজ ছাত্র আকাশ সাহা ফেসবকে মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি করে পোষ্ট দেওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ লোকজন দিঘলিয়া বাজারের ৬টি দোকান ভাংচুর ও লুটপাট করে। সাহাপাড়ার ৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে এবং ৪টি মন্দির ভাংচুর করে। এর মধ্যে আখড়াবাড়ি মন্দির ও গোবিন্দ সাহার দু’কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ কলেজ ছাত্র আকাশ সাহাকে ১৬জুলাই গ্রেফতার করে এবং তার বিরদ্ধে দায়েরকৃত মামলায় আকাশ এখন হাজতে। এদিকে সহিংসতায় ১৭জুলাই অজ্ঞাত ২ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। হামলা মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান বলেন, এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই এখন হাজতে। সবর্শেষ গ্রেফতার উপজেলার বাটিকাবাড়ি গ্রামের রুহল আমিনের ছেলে উজ্জ্বল শেখের ৩ দিনের রিমান্ড চলছে। আসামিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেলেও মামলার তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা সম্ভব নয় ।Ñ ছবি সংযুক্ত #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ