Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে কটুক্তি, রাজশাহী জেলা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৬:০০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তাঁর ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত সমন জারি করেছেন।
মামলার বাদী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি জানান, আইনজীবীর মাধ্যমে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম আসামিদের আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারী করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর বাঘা উপজেলার বারশতদিয়াড় হাবিবুরের মোড়ে এক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তাঁর ওই বক্তব্য প্রচারের পর থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশ চলছে।
মামলার বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ দাবি করেন, তিনি কোন অশালীন বক্তব্য দেননি। এটি প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা। রাজনীতির কারণেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলার বাদী বলেছেন, আবু সাঈদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন তা পেনড্রাইভ ও সিডিতে আদালতে দাখিল করা হয়েছে। তিনি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত বক্তব্য দিয়েছেন। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ