Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এখনো দেড় কোটি টিকা মজুত, মেয়াদ শেষ নভেম্বরে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৯:৩৮ এএম

দেশে বর্তমানে করোনার দেড় কোটি ডোজ টিকা মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে, এই টিকার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। তাই যারা এখনও প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তাদের নভেম্বরের আগে টিকা নিতে বলা হয়েছে। কারণ এরপর আর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে না। স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এসব কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, এখনও ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম দিকে করোনার টিকা নিতে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। এখনও এক কোটি ২৭ লাখ মানুষ করোনা টিকা নেননি। দেশে এই মুহূর্তে টিকার মজুদ এক কোটি ৯৩ লাখ ডোজ। এ সব টিকার মেয়াদ শেষ হবে নভেম্বরে। এই সময়ের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় ডোজ নেবে না, তারা পরবর্তীতে আর টিকা নিতে পারবেন না।
ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক বলেন, এখনও সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। এ ব্যাপারে সাড়াও মিলছে খুবই কম।
এদিকে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে আগস্টে। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ