Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দফতরের উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দফতররের সেক্টর কমান্ডার মো. মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।

প্রঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন সীমান্তবর্তী এ জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কী, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকার এসব মাদক দ্রব্য জব্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ