Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর নিকট ২ লাখ টাকা জব্দ

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে প্রবেশকালে ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে ২ লাখ টাকা জব্দ করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী সবুজ কুমার শীল এর দেহ তল্লাাশি করে এসব টাকা উদ্ধার করা হয়। সবুজ নওগাঁ জেলার মান্দা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের খিতিশ চন্দ্রের ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান।
রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সোমবার দুপুরে সবুজ কুমার নামের একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে। ওই যাত্রীর ব্যাগ এবং সন্দেহমূলক আচরণ দেখে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ২ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকাগুলো হিলি শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে। এর আগে গত শনিবার ২৩ তারিখে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর দেহ তল্লাশী করে বাংলাদেশী ৫ লাখ টাকা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ