বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর বয়াতিকান্দি কৃষি ব্যাংকের সামনে গতকাল সোমবার সকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রæপের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, হযরতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক মিন্টু ,ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আলমগীর হোসেনসহ উভয় পক্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরতপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে কৃষি ব্যাংকের সামনে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সভা করেছেন। এ সময় বক্তব্য রাখেন, আহত হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী ও শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন প্রমুখ। আহত আয়নাল চেয়ারম্যান বলেন, সকাল ১১ টায় বাসা থেকে মটরসাইকেল যোগে পরিষদের দিকে যাচ্ছিলাম। তাদের পিছনে দুটি মাইক্রোবাস আমার মটরসাইকেলের সামনে গিয়ে থামায়। এ সময় হযরতপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক মিন্টুর নেতৃত্বে ১০-১২জন যুবক তার ওপর হামলা চালায়। ঘটনাটি এলাকার লোকজন দেখে সজিব হোসেন ও মামুন নামে দুই সন্ত্রাসীকে আটক করে। এ সময় সেচ্ছাসেবকলীগ নেতা মিন্টু মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। অপরদিকে, এই ঘটনার জেড় ধরে আয়নাল হোসেন চেয়ারম্যানের লোকজন দুপুরে ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেধম মারধর করে। ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনের পরিবার জানায়, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হযরপুর কৃষি ব্যাংকের সামনে দুই গ্রæপের সংঘর্ষ হয়। এই ঘটনার জেড় ধরে আলমগীরে হোসের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউছ হোসেন বলেন, সরকারদলীয় দুই গ্রæপের মধ্যে মারপিট হয়েছে। এলাকায় শান্তিরক্ষার জন্য পুলিশ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।