Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলার তদন্ত ছাড়াই প্রতিবেদন দাখিলের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় কোনো প্রকার ঘটনা ছাড়াই মিথ্যে গল্প রচনা করে একটি নিরীহ পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এদিকে ওই মামলাটি সরেজমিন তদন্ত ছাড়াই আদালতে প্রতিবেদন দাখিল করার অভিযোগ আলফাডাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) সুমন বাসাকের বিরুদ্ধে। গতকাল সোমবার গণমাধ্যমকর্মীদের নিকট এমনটাই দাবি করেছেন হয়রানির শিকার হওয়ার ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা। এসময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত করার দাবি জানান। এ অভিযোগটি উঠেছে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামের বাদশা কাজীর পরিবারের বিরুদ্ধে।

সরেজমিন ও আদালতের মামলা সূত্রে জানা যায়, ওই একই এলাকার বাসিন্দা আহম্মদ কাজী ও দিনো কাজীর পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা পোষণ করে আসছে বাদশা কাজীর পরিবার। এরই অংশ হিসেবে চলতি বছরের ২৪ মে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলী আদালতে প্রতিপক্ষ বাদশা কাজী বাদী হয়ে ভয়ভীতি, মারপিট, স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে আহম্মদ কাজী ও দিনো কাজীর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্ত ভার দেন আলফাডাঙ্গা থানা পুলিশকে। থানা পুলিশের এসআই সুমন বসাক মামলার তদন্তভার গ্রহণ করে ওই মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠান।
ওই মামলার আর্জিতে ঘটনার যে বিবরণ দেয়া হয়েছে, প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনাই ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে না গিয়েই আদালতে তদন্ত রিপোর্ট পাঠিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। তারা সঠিক তদন্তের মাধ্যমে এমন হয়রানির বিচারের দাবি জানান। সংশ্লিষ্ট এলাকার সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ সরদার বলেন, মারামারি কিংবা ছিনতাইয়ের কোনো ঘটনাই ঘটেনি। অকারণেই বাদশা কাজী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় তার পরিবারের স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাতাকে স্বাক্ষী করেছেন। তার ছেলে- মেয়ে ও জামাতা তো এলাকায়-ই থাকে না। তারা থাকেন ঢাকা।
এ বিষয়ে অভিযুক্ত বাদশা কাজীর বক্তব্য জানতে সরেজমিনে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে থাকা তার স্ত্রী সালকা বেগমের সাথে কথা হয়। এসময় তিনি বলেন, আমরা সঠিক ঘটনা নিয়েই মামলা করেছি।
তবে এ অভিযোগের বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বসাক জানান, বাদীর আনিত স্বাক্ষীদেরকে জিজ্ঞেসাবাদ করি। ঘটনাটি আমি প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেছি।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান (ওসি) বলেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার তদন্ত সাপেক্ষে প্রতিবেদন তৈরি করে আদালতে প্রেরণ করেছেন। তবে প্রতিবেদনটি আসামিদের পছন্দ না হলে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ