Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হত্যা মামলায় তিন ছিনতাইকারীর যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ময়মনসিংহে পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুণ্ডু হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল দুপুরে ময়মনসিংহের দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ড প্রাপ্তরা হলেন, নগরীর পুরোহিতপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সুমন ওরফে পেটকাটা সুমন, ব্রাহ্মপল্লী এলাকার আব্দুল জব্বারের ছেলে কামরুল হাসান এবং শেওড়া ডিবি রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে শাওন।
জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মুজিবুর রহমান জানান, রায়ের সময় আদালতে আসামি কামরুল হাসান ও সারোয়ার হোসেন ওরফে শাওন উপস্থিত ছিল। তবে বর্তমানে পলাতক রয়েছে মামলার প্রধান আসামি সুমন ওরফে পেটকাটা সুমন। মামলার রাষ্টপক্ষের এপিপি রেজাউল করিম দুলাল মামলার বিবরণে জানান, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত বিশ্বজিৎ কুন্ডু। এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে।পরে র্দীঘ তদন্তে ঘটনার রহস্য উদঘাটন করে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ