Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসাছাত্র হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

মাগুরার মহম্মদপুরে মাদরাসা ছাত্র হাসিব মুন্সি (১৫) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ঝামা বরকতুল উলুম ফাজিল মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চরঝামা গ্রামের মরহুম শায়েখ মুন্সির ছেলে নিহত হাসিব ঝামা বরকতুল উলুম ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। গতকাল দুপুরে মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঝামা বরকতুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ নবির হোসেন, উপধ্যক্ষ মওলানা আমিনুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মাহফুজুর রহমানসহ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্কুল মাঠে ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার ছাত্র হাসিবকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে দোষি ব্যক্তিদের আটক ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন তারা। গত রোববার বিকালে মহম্মদপুর উপজেলার চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সুমন (১৫) ও রাকিব (১৫) এর মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা সুমন বাড়িতে গিয়ে জানায়। পরে সুমনের পরিবার ও পরিবার সংশ্লিষ্টরা ডাল-সড়কি নিয়ে স্কুলমাঠে হামলা চালায়। এ সময় তারা রাকিবের চাচাতো ভাই হাসিবকে পেয়ে সড়কি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ