Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগী কল্যাণ সোসাইটির কমিটি গঠন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির ফরিদপুর জেলা শাখা গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের নাম গতকাল ঘোষণা করা হয়। এই কমিটিতে গ্রাম ডাক্তার আবজাল হোসেনকে সভাপতি, এবং মাস্টার তোফাজ্জেল হেসেনকে সম্পাদক করা হয় এবং দৈনিক ইনকিলাবের ফরিদপুর জেলা সংবাদদাতা আনোয়ার জাহিদকে কমিটির উপদেষ্টা কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়। উল্লেখ্য, গত ২৩ জুলাই আহবায়ক কমিটির একটি সম্মেলন থেকে এই কমিটির শুভ কার্যক্রম শুরু হয়। শুক্রবার দুপুরে শহরের গ্রীণ হাসপাতাল বল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম ডা. মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির মহাসচিব আবুল কাওসার হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, সংগঠনের উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় দৈনিক ইনকিলাবের ফরিদপুর জেলা সংবাদদাতা আনোয়ার জাহিদ, প্রফেসর মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন সভাপতি মো. আফজাল হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন চঞ্চল, জয়নাল আবেদীন কামাল, মো. আবুল খায়ের মোল্যা, সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার হানিফ, সাংগঠনিক সম্পাদক মাস্টার মজিবর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ