Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

পূর্ব বিরোধের জের

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। গত রোববার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরান গাঁও গ্রামের মৃত আকবর আলীর পুত্র নিজাম উদ্দিন ও মৃত ছালিম উল্লাহর পুত্র আশিক আলী পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দিন পক্ষের ৫ জনকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা হলেন, পুরানগাঁও গ্রামের মানিক মিয়া (৬০), মমছির আলীর পুত্র ফয়জুল ইসলাম (৩৫), মৃত আব্দুল জলিলের পুত্র ফয়ছল আহমদ (৩২), আব্দুল জব্বারে পুত্র সুলতান আহমদ ও জালাল আহমদ (২০)। আব্দুল আজিজের পুত্র আতাবুল (৩৬) ও মৃত রহমত আলীর পুত্র আমির আলী (৩৫)। এদিকে আশিক আলী পক্ষে ৩ জন আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন (আশিক আলীর ভাগনা) বিএনপি নেতা আনরপুর গ্রামের জয়নাল আবেদীন। তারা হলেন, মৃত ছালিম উল্লার পুত্র আশিক আলী (৪৫), রিয়াছদ আলীর পুত্র বশির আহমদ (৩৫) ও ইছরাক আলীর পুত্র ইরন আলী (৫০)। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বেশ কিছু দিন ধরে আশিক আলী ও নিজাম উদ্দির পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। থানায় আশি এক পক্ষের মামলাও চলমান আছে। গ্রাম্যভাবে শালিসের চেষ্টা করা হয়েছে। কিন্তু পক্ষ রাজি না হওয়ায় নিস্পত্তি হয়নি। পূর্বের রেশ ধরে গত ২২ জুলাই রাত ৮টার দিকে নিজাম উদ্দিনকে পুরান গাঁও গ্রামে আক্রমন করে নিজাম উদ্দিনের কাছ থেকে গরু বিক্রির নগদ ২ লাখ ৭হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় আশিক আলী ও রফিক আলীসহ ৭জন। এ ঘটনায় ওই দিন রাতেই নিজাম উদ্দিন বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি চুরি ও ডাকাতি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি নয় আশিক আলী। এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি গাজি আতাউর রহমান জানান, ২২ তারিখের ঘটনায় দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং আজকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ