বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পূর্ব আতিয়র গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্প-২ গুচ্ছগ্রামে গতকাল সোমবার বেলা ১টার দিকে ভয়াবহ অগ্নিকাÐে ১০টি বসত ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভ‚ত হয়ে গেছে। এ সময় তালাবন্ধ অবস্থায় ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা ফাতেমা খাতুন নামের দেড় বছরের একটি কন্যা শিশু পুড়ে মারা যায়। সে এরশাদ মিয়ার কন্যা। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বেলা ১টার দিকে আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রামের দুলাল ফকিরের ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখে গুচ্ছগ্রামের লোকজন ডাক-চিৎকার শুরু করে। আগুনের লেলিহান শিখা মূহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন নেত্রকোনা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গুচ্ছগ্রামের ১০টি বসত ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় এরশাদ মিয়ার ঘর থেকে দেড় বছরের ফাতেমার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।