বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মনিরামপুরে কলেজ পড়ুয়া রুহুল আমিন নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলছে, পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে আত্মহত্যা করেছেন তিনি। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজপড়ুয়া রুহুল আমিনের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। স্বজনেরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তার মা রহিমা বেগম খাবারের জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন। মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।