রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মরহুম ডা. গোলাম মোহাম্মদ ও মরহুমা জামিলা খাতুনের ছেলে এবং জিটিভি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মাশুকুর রহমান রিফাতের মেজমামা অবসরপ্রাপ্ত উপসচিব মীর কাশেম (৭৬) গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলেমেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতেই রাজধানীর আজিমপুর গোরস্থানে মরহুমের লাশের দাফন কাজ শেষ করা হয়। অবসরপ্রাপ্ত উপসচিব মীর কাশেম তার চাকরি জীবনে কুষ্টিয়া মীরপুর ও যশোর মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর জেলা পরিষদ সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) তারপর তিনি স্বরাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক শিক্ষা মন্ত্রী এ. এইচ. কে. সাদেকের পিএস হিসাবে কর্মরত ছিলেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য দোয়া চাওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।